চাঁদপুরের মতলব দক্ষিণে বাইক দুর্ঘটনায় রুবায়েত হোসেন শিশির (রুবেল) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ (১০ আগষ্ট, ২০২৫, রোজ রবিবার, দুপুর ২ টা ১৫ মিনিট) দুপুরে উপজেলার কালী ভাংতি থেকে ১০০ গজ দূরে ময়দানখোলাতে। নিহত রুবায়েত ২০২৫ সালে বাবুরহাট স্কুল এন্ড কলেজে থেকে SSC পাশ করেছে।
বাবুরহাট থেকে মতলব আসার পথে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুত গতিতে বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাব বোঝাই ভ্যান গাড়ির সাথে সজোরে ধাক্কা খায় সে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় রুবায়েত – সামনের দিক থেকে মাথার খুলি ভেঙ্গে যায় এবং রাস্তায় মগজ ছিটকে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা তাকে দ্রুত একটি সিএনজিতে করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


হাসপাতালে উপস্থিত ছিলেন মৃতের আত্মীয়-স্বজন এবং চাঁদপুর মডেল থানার পুলিশ কর্মকর্তারা। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রুবায়েত হোসেন শিশির কল্যাণপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আমানউল্লাহপুর গ্রামের দিঘির পার বেপারী বাড়ির নজরুল ইসলাম স্বপনের বড় ছেলে। ঘটনার দিন সে শখ করে তার নানার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। মৃত্যুর সময় তার বয়স ছিল ১৮ বছর।
One thought on “চাঁদপুরে মতলব-বাবুরহাট রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রের (রুবায়েত) মৃত্যু”