সে এক আদ্যিকালের কথা।
জার্মানির একটি ছোট শহর। নাম তার হ্যামেলিন। শহরের পাশ দিয়ে এঁকেবেঁকে বয়ে গেছে একটি নদী। শহরের অদূরে মাথা উঁচু করে আছে পাহাড়ের সারি। দূর থেকে দেখলে সেসব পাহাড়কে ধূসর আর নীল মনে হয়।
ছবির মত সুন্দর শহর হ্যামেলিন। গাছপালার ছায়ায় ঢাকা শহরের পথঘাট। রাস্তার মোড়ে মোড়ে রঙিন পানির ফোয়ারা। সবই ছিল হ্যামেলিনে, শুধু মানুষের মনে শান্তি ছিল না। নিশ্চিন্ত মনে কেউ খেতে শুতে পারত না।