চাঁদপুরের হাজীগঞ্জে বুধবার (২৯ অক্টোবর ২০২৫) ভোরে পুলিশের এক বিশেষ চেকপোস্টে একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ মাদকসহ এক ড্যান্সার তরুণী ও তার এক সহযোগী তরুণকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা, এক বোতল ফেনসিডিল, এবং গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- ঢাকার মিরপুর-১২ পল্লবী এলাকার বাসিন্দা এবং নিজেকে ড্যান্সার দাবি করা যুথি আক্তার (২২) ও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের বাসিন্দা রবিউল করিম (৩৩)। পুলিশ তাদের বহনকারী প্রাইভেটকারটিও (ঢাকা মেট্রো-জ ২৯-২০৯৫) জব্দ করেছে।



নাটকীয় দাবি ও মাদকচক্রের গুঞ্জন
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে ঢাকা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌর এলাকার চেকপোস্টে সন্দেহজনক গতিবিধি দেখে প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ৪৫ পিস ইয়াবা, ১ বোতল ফেনসিডিল এবং ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটকের পর যুথি আক্তার গণমাধ্যম ও পুলিশকে জানান, “আমি ঢাকার মানুষ, মাঝে মাঝে মদ খাই, লাইসেন্সও আছে। চাঁদপুরে ঘুরতে এসেছিলাম, এজন্য সঙ্গে এগুলো এনেছি।” তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন, কিন্তু পুলিশ জব্দকৃত মাদকের বিষয়ে তার বক্তব্যকে সন্দেহ করছে। স্থানীয় সূত্র এবং আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে খবর, আটককৃতরা দীর্ঘদিন ধরেই নাচ-বাজনার আড়ালে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল।
উদ্ধারের সময় যুথি আক্তারের উক্তি:
“‘ও বাবা খায়, আমি কি দোষ করছি, আমিও মদ খাই, মাদক না। আমি ডেন্স করি। আমার মদের লাইসেন্সও আছে।”
আইনি প্রক্রিয়া ও স্থানীয়দের দাবি
হাজীগঞ্জ সার্কেল মুকুর চাকমা এবং হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভোর ৪টার দিকে চেকপোস্ট পরিচালনাকালে প্রাইভেটকার তল্লাশি করে মাদক পাওয়া যায়। তাদের আটক করে প্রাইভেটকারসহ থানায় আনা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং–২৩, তারিখ–২৯/১০/২০২৫ ইং) রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।”
গুরুত্বপূর্ণ তথ্যের সারাংশ
| তথ্যের বিষয় | বিবরণ |
| আটকের স্থান | হাজীগঞ্জ বিশ্বরোড চেকপোস্ট, ঢাকা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক, চাঁদপুর। |
| আটকের তারিখ ও সময় | ২৯ অক্টোবর, ২০২৫ (বুধবার) ভোর ৪টার দিকে। |
| আটককৃতরা | ১- যুথি আক্তার (২২), ড্যান্সার, মিরপুর-১২, ঢাকা (মূলত নারায়ণগঞ্জ)। ২- রবিউল করিম (৩৩), হাজীগঞ্জ, জয়শরা গ্রাম। |
| উদ্ধারকৃত মাদকদ্রব্য | ৪৫ পিস ইয়াবা, ১ বোতল ফেনসিডিল, ৩০-৪০ গ্রাম গাঁজা। |
| জব্দকৃত যানবাহন | ১টি এক্সিও প্রাইভেটকার (ঢাকা মেট্রো-জ ২৯-২০৯৫)। |
| আটককৃত তরুণীর দাবি | “আমার মদের লাইসেন্স আছে, আমি ইয়াবার সঙ্গে জড়িত নই।” |
| মামলার ধারা | মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে (মামলা নং–২৩)। |
| পুলিশের বক্তব্য | ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক: মাদকসহ আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে। |
স্থানীয় হাজীগঞ্জবাসী এই ধরনের অসামাজিক ও মাদকচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।