মাদকাসক্তি ও পারিবারিক অশান্তির জের! রিহ্যাব সেন্টারে ভর্তি করার কথা শুনে মতলব উত্তরে যুবকের আত্মহত্যা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকাসক্তি এবং এর ফলে সৃষ্ট পারিবারিক অশান্তির জেরে অভিমান করে এক যুবক সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত যুবকের নাম মহসিন, বয়স ২৮। তিনি মতলব পৌরসভার বারোয়ানি গ্রামের একটি ভাড়া বাড়িতে তার পরিবারের সাথে থাকতেন।

ঘটনাটি ঘটেছে আজ, ২৬ অক্টোবর, ২০২৫, রোববার সন্ধ্যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মহসিন তার পিতা মোফাজ্বল হোসেনের একমাত্র ছেলে ছিলেন। মহসিন দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত ছিলেন এবং এই কারণে পরিবারে চরম অশান্তি সৃষ্টি হচ্ছিল। ছেলের এমন বেপরোয়া আচরণ ও অশান্তিতে অতিষ্ঠ হয়ে বাবা মোফাজ্বল হোসেন এর আগেও মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন।

আজ সন্ধ্যায়, পরিস্থিতি চরম আকার ধারণ করলে বাবা মোফাজ্বল হোসেন জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চান। খবর পেয়ে মতলব উত্তর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মহসিনকে একটি রিহ্যাব সেন্টারে (মাদকাসক্তি নিরাময় কেন্দ্র) ভর্তি করার পরামর্শ দেন।

পুলিশের এই পরামর্শ শুনে মহসিন মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরিবারের উপর অভিমান করেন। এরপর তিনি নিজের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

পিতা মোফাজ্বল হোসেন জানিয়েছেন, মহসিনের মাদকাসক্তিই তাদের পরিবারের শান্তি কেড়ে নিয়েছিল। তিনি তার একমাত্র ছেলেকে সঠিক পথে ফিরিয়ে আনার শেষ চেষ্টা হিসেবে পুলিশকে ডেকেছিলেন, কিন্তু সেই সিদ্ধান্তই ছেলের আত্মহত্যার কারণ হয়ে দাঁড়ালো।

এই ঘটনা বারোয়ানি গ্রাম ও মতলব পৌর এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, মাদকাসক্তির ভয়াবহ পরিণতিতেই এমন মর্মান্তিক ঘটনা ঘটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *