গত রাত (১৪ আগস্ট) গভীরে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও এলাকায় গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপনের কাজে নিয়োজিত একজন হেলপার, ১৬ বছর বয়সী মোম্তাকিন নামের কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
জানা যায়, প্রায় ৪ দিন ধরে স্থানীয় ঠিকাদার আবু সালেহ মোল্লার তত্ত্বাবধানে মোম্তাকিন কাজ করছিল। নিহত কিশোর বরগুনার তালতলি উপজেলার আলতলী কলারং গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে। নিহত অবস্থায় উদ্ধার করা হয় একটি নির্মাণাধীন ভবনের পিলারে ঝুলন্ত অবস্থায়।
সকালে প্রথমে এক ফজর নামাজের মুসল্লি ঘটনাস্থলে এসে বিষয়টি আবিষ্কার করেন। পরে পুলিশকে জানানো হয়; ইউপি ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা দ্রুত ঘটনাস্থলে পৌছান এবং লাশ উদ্ধার করে পুলিশ হস্তান্তর করেন।
বিষয় | বিবরণ |
---|---|
নিহতের নাম ও বয়স | মোম্তাকিন, ১৬ বছর |
অবস্থান | শাহমাহমুদপুর ইউনিয়ন, চাঁদপুর সদর, ভাটেরগাঁও এলাকা |
কর্মকাল | প্রায় ৮ দিন আগে টিমে যোগদান করেন |
আত্মহত্যার সময় | ১৪ আগস্ট ২০২৫, রাতের অজানা সময়ে |
প্রত্যক্ষ স্থান | নির্মাণাধীন ভবনের পিলারে রশিতে ঝুলে পাওয়া যায় |
প্রাথমিক সনাক্তকারী | ফজর নামাজ শেষে একজন মুসল্লি |
প্রতিক্রিয়া | মোঃ কামাল মিজি পুলিশে অবহিত করেন; স্থানীয় প্রশাসন দ্রুত অবস্থান নিয়ন্ত্রণে |
টিউবওয়েল প্রকল্প সময় | গত ৪ দিন ধরে চলছে; ঠিকাদার: আবু সালেহ মোল্লা |
উপজেলা ও গ্রামের তথ্য | তালতলি উপজেলা (বরগুনা), আলতলী কলারং গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে |
স্থানীয় আশঙ্কা | যন্ত্রপাতির ক্ষতি না হওয়া; রহস্যজনক মৃত্যু; তদন্তের দাবি |
এই ঘটনার সময়টিতে মোঃ কামাল মিজি (ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক) বিষয়টি পুলিশকে অবহিত করেন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদসহ অন্যান্য কর্তৃক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। স্থানীয়রা এই রহস্যজনক মৃত্যুর কারণ অনুধাবনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন, কারণ ঘটনাস্থলে কোনো যন্ত্রাংশ হারিয়ে যায়নি বা অন্য কোনো স্পষ্ট কারণ পাওয়া যায়নি।