চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তার উত্তর পাশে বিল্লাল খানের হ্যাচারী সংলগ্ন দেওয়ান বাড়ির সামনে মোটরসাইকেল ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট, ২০২৫) বিকাল সাড়ে ৫টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বাসিন্দা মো. অমি ঢালী (১৮) ও কিশোর চন্দ্র দাস (১৭)। তারা দুজনই বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং ৯ নংবালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। অমি ২০২৪ সালে, এবং কিশোর ২০২৫ সালে আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে SSC পাশ করেন।
নিহতদের পরিচয়

নামঃ অমি ঢালি
পিতাঃ মোঃ নজরুল ইসলাম ঢালি
বয়সঃ ১৮
ঠিকানাঃ ৯ নং বালিয়া ইউনিয়ন, ৩ নংওয়ার্ড
শিক্ষাঃ দ্বাদশ শ্রেণি
আলমা ম্যাটারঃ বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় (SSC, 2024) এবং পুরান বাজার ডিগ্রি কলেজে
মৃত্যুঃ মোটরসাইকেল ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষ। চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তার উত্তর পাশে।

নামঃ কিশোর চন্দ্র দাস
পিতাঃ কার্তিক চন্দ্র দাস
বয়সঃ ১৭
ঠিকানাঃ ৯ নং বালিয়া ইউনিয়ন, ৩ নংওয়ার্ড
শিক্ষাঃ মাধ্যমিক পাশ (২০২৫)
আলমা ম্যাটারঃ বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় (SSC, 2025)
মৃত্যুঃ মোটরসাইকেল ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষ। চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তার উত্তর পাশে।
নিহত অমি ঢালী পুরান বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন এবং কিশোর চন্দ্র দাস ২০২৫ সালে এসএসসি পাশ করেন। উল্লেখ্য যে, তারা উভয়েই তাদের পিতামাতার একমাত্র পুত্র সন্তান। দুর্ঘটনার সময় একজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্যজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, চান্দ্রা চৌরাস্তার এই স্থানে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে, যা প্রতিনিয়ত আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, “নিহতদের সুরতহাল করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তরুণ দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।