চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট-পেন্নাই সড়কের কালিভাংতি এলাকায় নির্মাণ সামগ্রী সড়কে ফেলে রাখার কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মোঃ বাপ্পি খান (২৭) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। নিহত বাপ্পি চাঁদপুর সদর, ০৩ নংকল্যাণপুর ইউনিয়ন, ৫ নং ওয়ার্ড, কল্যাণদী গ্রামের কান্তার খান বাড়ি নিবাসী। প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কের উপর রাখা ইটের স্তূপে ধাক্কা খেয়ে সিএনজি উল্টে যায়। এসময় পিছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।