বাংলাদেশের মোবাইল অপারেটর টেলিটক বিশেষ একটি অফার চালু করেছে দেশের গণঅভ্যুত্থানের ৩৬ জুলাই স্মরণে। এই অফারের আওতায় গ্রাহকরা পাচ্ছেন: ৫ GB ইন্টারনেট, ৩৬ মিনিট টকটাইম, এবং ৩৬টি SMS।
টেলিটকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অফার শুধুমাত্র একটি প্যাকেজ নয়, এটি একটি স্মারক উদ্যোগ—৩৬ জুলাইয়ের ইতিহাস এবং যথার্থ ত্যাগ‑সংহতি চেতনাকে শ্রদ্ধা জানিয়ে আগামী প্রজন্মের সঙ্গে স্মৃতি ভাগ করে নেওয়ার প্রয়াস।