প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণেই ক্যান্সার চিকিৎসা সহজ
আগামী বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাঁদপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হবে বিনামূল্যে স্তন ও জরায়ু-মুখ ক্যান্সার পরীক্ষা।
এই কর্মসূচির আয়োজন করছে চাঁদপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ, চাঁদপুর রোটারী ক্লাব ও ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি। সহযোগিতায় রয়েছে গাইনোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, রোটারী ক্লাব অব ক্যান্টাবেরি (ইংল্যান্ড) এবং রোটারী ক্লাব অব ঢাকা সেইভ লাইন ফাউন্ডেশন।
চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান মো. মোস্তফা ফুল মিয়া বলেন, “বিনামূল্যে স্তন ও জরায়ু-মুখ ক্যান্সার পরীক্ষার এই বিরল সুযোগ যেন কেউ হারিয়ে না ফেলেন। সময়মতো এসে পরীক্ষা করিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
চিকিৎসকরা বলছেন, প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা গেলে চিকিৎসা অনেক সহজ ও কার্যকর হয়। অনেক ক্ষেত্রে রোগ সম্পূর্ণ নিরাময়ও সম্ভব। স্তন ও জরায়ু-মুখ ক্যান্সার এমন দুটি রোগ, যা সচেতনতা ও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আগেভাগেই শনাক্ত করা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, ক্যান্সারের ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মধ্যে রয়েছেন—
-
৩০ বছর বা তার বেশি বয়সী নারীরা,
-
যাদের পরিবারে ক্যান্সারের ইতিহাস রয়েছে,
-
ধূমপায়ী নারী বা যারা পরোক্ষ ধূমপানের সংস্পর্শে আসেন,
-
যাদের শরীরের ওজন স্বাভাবিকের তুলনায় বেশি,
-
এবং যারা দীর্ঘদিন ধরে জন্মনিয়ন্ত্রণ বড়ি বা হরমোন থেরাপি ব্যবহার করছেন [১]
এই কর্মসূচির মাধ্যমে চাঁদপুর অঞ্চলের নারীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও পরীক্ষার সুযোগ পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। আয়োজকরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ নারীদের ক্যান্সার সচেতনতা ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রেফারেন্স
১- National Cancer Institute. Oral Contraceptives and Cancer Risk. National Institute of Health (NIH). 2018. https://www.cancer.gov/about-cancer/causes-prevention/risk/hormones/oral-contraceptives-fact-sheet