আজ, ২০ আগস্ট, ২০২৫ চাঁদপুর টেকনিক্যাল হাইস্কুলের সামনে দুপুর ১টার দিকে এক সিএনজির সাথে দুর্ঘটনায় এক বয়স্ক মহিলা আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত মহিলা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, তবে তিনি এখনো নিজের নাম ও ঠিকানা বলতে পারছেন না। তার পরিচয় জানা যায়নি।
পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তাকে চিনে থাকেন, তাহলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
এক নজরে
বিষয় | তথ্য |
---|---|
দুর্ঘটনার তারিখ ও সময় | ২০ আগস্ট, ২০২৫, দুপুর ১টা |
দুর্ঘটনার স্থান | চাঁদপুর টেকনিক্যাল হাইস্কুলের সামনে |
যানবাহন | সিএনজি |
আহত ব্যক্তি | বয়স্ক মহিলা (অজ্ঞাতনামা) |
বর্তমান অবস্থা | সদর হাসপাতালে ভর্তি |
বিশেষ অনুরোধ | পরিচয় জানলে যোগাযোগ করুন |