চাঁদপুরে ২৫ জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত, সেবা নেয়ার আহ্বান

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চলছে এইচআইভি শনাক্তকরণ পরীক্ষার বিশেষ সেবা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২০ সালের মার্চে চালু হওয়া এইচটিসি এআরটি সেন্টারে এখন পর্যন্ত ৬ হাজার ৪২৭ জনের রক্ত পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ২৫ জন রোগীর শরীরে এইচআইভি পজিটিভ পাওয়া গেছে—এর মধ্যে ১৫ জন পুরুষ এবং ১০ জন নারী।

চিকিৎসকরা বলছেন, এই সহজলভ্য ও সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষাটি গ্রহণ করলে সময়মতো রোগ শনাক্ত করে চিকিৎসা শুরু করা যায়, যা একজন রোগীর জীবন রক্ষা করতে পারে।

📍 চাঁদপুরে এইচআইভি সেবা কেন্দ্রের অবস্থান

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের নিচতলায় স্থাপিত এই সেন্টারটি (HTC / ART centre. Room no: 138) প্রতিদিন সকাল থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন গড়ে ৭-৮ জন সেবাগ্রহীতা আসেন, এবং কোনো কোনো দিনে সংখ্যাটি ১০-১২ জন ছাড়িয়ে যায়।

🧪 পরীক্ষার পদ্ধতি ও সময়

প্রত্যেক আগত ব্যক্তি প্রথমে কাউন্সেলিং সেবা গ্রহণ করেন। এরপর রক্ত ও মুখের লালার নমুনা সংগ্রহ করা হয়। মাত্র ১০ মিনিটে রিপোর্ট প্রদান করা হয়।

👩‍⚕️ কারা এ সেবা নিতে পারেন?

* বিদেশগামী কর্মী
* যৌনকর্মী ও মাদকাসক্ত ব্যক্তি
* সাধারণ জনগণ যারা নিজেদের ঝুঁকিমুক্ত রাখতে চান
চিকিৎসকদের মতে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অনেক দেশে এইচআইভি টেস্ট বাধ্যতামূলক। এছাড়া, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এই রোগের সংক্রমণ বেশি দেখা যায়। তাই সঠিক সময়ে পরীক্ষা করা এবং সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।

🗣️ চিকিৎসকদের মতামত

চাঁদপুর হাসপাতালের রেসিডেন্ট ফিজিশিয়ান ডা. মোহাম্মদ আসিফ ইকবাল বলেন,
> “এইচআইভি প্রতিরোধের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত থাকাই সবচেয়ে কার্যকর উপায়।”
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান বলেন,
> “আমাদের মূল লক্ষ্য হচ্ছে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহজেই পরীক্ষার আওতায় আনা। এইচআইভি আক্রান্তদের দ্রুত চিকিৎসা সেবা দিতে আমরা প্রস্তুত।”

🔍 মনে রাখুন:

* এইচআইভি শনাক্ত করা গেলে সময়মতো চিকিৎসা শুরু করা যায়
* সেবা সম্পূর্ণ বিনামূল্যে
* গোপনীয়তা ১০০% রক্ষা করা হয়
* প্রতিটি রোগীকে দেয়া হয় পরিপূর্ণ কাউন্সেলিং
নিজের ও সমাজের সুরক্ষায় একবার রক্ত পরীক্ষা করিয়ে নিন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

তথ্য সূত্রঃ চাঁদপুরে ২৫ জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত – দৈনিক যুগান্তর, চাঁদপুর প্রতিনিধি, ২৬ জুলাই, ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *